ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জলাতঙ্ক ঠেকাতে রাঙ্গুনিয়ায় ৫দিনব্যাপী কুকুরের টিকা প্রদান কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 7, 2024 - 4:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাপকহারে পোষা ও বেওয়ারিশ কুকুরকে ৫ দিনব্যাপী টিকাদান করা হবে।

এই উপলক্ষে সোমবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, ইউনিয়ন পরষিদের জনপ্রতিনিধিসহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক অবহিতকরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান মেহবুব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক তপন শীলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার, স্বাস্থ্য অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার ডা. মো. ফেরদৌস রহমান, ইউপি চেয়ারম্যান সামশুল আলম তালুকদার, ইদ্রিচ আজগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিক্যাল অফিসার সুফিয়ান ছিদ্দিকী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মোহাম্মদ আবদুর সোহরাব কবির প্রমুখ।

সভায় জানানো হয়, সরকার জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে। কুকুর নিধন ছাড়া ভ্যাকসিনেশনের মাধ্যমে জলাতঙ্কের বিস্তার রোধে আগামী ৭ থেকে ১১ মে ৫ দিন উপজেলার ১৫ ইউনিয়ন ১ টি পৌরসভায় ব্যাপকহারে কুকুরকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের ১০০ জনের অভিজ্ঞ টিম কাজ করবে।