ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল ইউএনও’র গাড়ি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 8, 2024 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালনকালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি। এ ঘটনায় গাড়িতে থাকা ইউএনও আরিফুর রহমান প্রিন্স অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ মে) ভোর পৌনে ৬টায় উপজেলার শেরপুর সড়কের সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঈশ্বরগঞ্জের ইউএনও’র সরকারি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ইউএনও গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান প্রিন্স । পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিস্তারিত পরে জানানো হবে।