ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি জমি দখলে বাঁধা দেওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 11, 2024 - 12:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ঝালকাঠি জেলা প্রতিনিধি : রাজাপুরে সরকারি জমি দখল করে নেওয়ায় সময় তাতে বাঁধা দিলে মোঃ আল আমিন খান নামের এক ব্যাবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার (৯ মে) উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এ এঘটনা ঘটে। এ ঘটনায় আহত আল আমিন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জনাযায়, জনসাধারনের চলাচলের সরকারি রাস্তার মধ্যে জোর পূর্বক দখল করে বেড়া দিয়ে আটকে দিচ্ছিলেন একই এলাকার মোঃ সুলতান তালকুদার (৫২), মো. ইমন তালুকদার (২৮), মোঃ মীর আজাদ (৫০), মোঃ রুস্তুম আলী (৫৮)। বেড়া দেওয়ার কাজে আল আমিন খান বাঁধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাদের হাতে থাকা লোহার রড, সাবল, দাও ও লাঠিশোটা দিয়া এলোপাথারি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। তখন তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় গালুয়া বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত আল আমিন খান জানান, সরকারি জমি দখল করে বেড়া দেওয়ার কাজে বাঁধা দিলে প্রতিপক্ষরা আমাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে মোঃ সুলতান তালকুদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। আমরা আমাদের জমিতেই বেড়া দিতেছিলাম। ওটা কোন সরকারি জমি না৷ সরকারি জমি পশ্চিম পাশে এবং আল আমীনকে মারধর করা হয়নি। সে আরও উল্টো আমাকে মারধর করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার এএসআই মনজুর আলম জানায়, শুক্রবার সকালে ঘটনা স্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে শনিবার বিকেলে থানায় ডাকা বলেছি। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।