টিউবওয়েল নিয়ে গনসংযোগে ত্রিশালের নয়ন
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন।
সোমবার সকালে জেলা নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্ধে তার প্রতীক টিউবওয়েল নিয়ে র্পৌরশহরসহ উপজেলারর বিভিন্ন পয়েন্টে গনসংযোগ করে টিউবওয়েল প্রতীকে ভোট প্রার্থনা করেন সাবেক এই ছাত্রনেতা। তার তার পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিংহ ভাগ নেতাকর্মীরা পৌর শহর ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ করেন।
গণসংযোগকালে ইব্রাহিম খলিল নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং একই সাথে আগামীতে ত্রিশালের উন্নয়নে শেখ হাসিনা সরকারের উন্নয়ন সহযোগী হতে তিনি সকলের কাছে টিউবওয়েল প্রতীকে ভোট চান।
তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ভোট চেয়ে বিজয়ী হলে আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী ত্রিশাল উপজেলা গঠনে তিনি ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপির দিকনির্দেশনায় কাজ করে করে যাবেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।