ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “আমার  প্রাণের  দোসর”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 30, 2024 - 11:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

                     রাজলক্ষ্মী মৌসুমী

> কাকাতুয়া,
> তুই যে  চুপিচুপি  দেখছিলি আমায় সবুজ পাতার ফাঁকে মনে আছে তোর?
> সেই মাহেন্দ্র ক্ষণটি ছিলো  কাক ডাকা ভোর।
> এখনও  বাঁধানো খাঁচাটিতে  তোর  পালকের গন্ধ পাই।
> তুই কোথায় আছিস, কেমন আছিস, খুঁজেছি অনেক  কিন্তু কোথাও নাই।
> আজ বার বার কেনো জানি তোকে পরছে মনে।
> আর একবার দিয়ে যা তুই নয়ন চুমে।
> তুই ছিলি গাছের ডালে,   আমি ছিলাম কাশ ফুলে।
> তোর মায়াবী চোখের চাহনিতে  বুকে নিলাম তুলে।
> খাঁচায়  বন্দী  হয়ে বলতি  শুধু   আমার কোলে আদর খাবি।
> ভয়ে আমি কত যে দিতাম ফাঁকি , তুই তো ছিলি নাছোরবান্দা  এটাই তো তোর  দাবী।
> ভালোবেসে কাছে নিলি   বুঝে নিলাম তুই যে  বড় সোহাগিনী।
> তোকে  নিয়ে কত স্বপ্ন  দেখি যখন  মনে মনে,
> কোথায় তখন হারিয়ে গেলি  বুকটা আমার খালি করে?
> তোকে নিয়ে  আজো ভাবি তাইতো মনে পড়ে।
> সেই যে আমার ভালোবাসার রঙ্গের খেলায়।
> মাঝে মধ্যে হারিয়ে যাই, আজো খুঁজি তোকে যেথায় সেথায়।
> তুই যে ছিলি আমার বুকের পাঁজর,
> আর   কি  পাবো তোকে  এমন প্রাণের দোসর।
> আজো মনে হয়, তুই যদি আবার আসিস  সেই  গাছটির ডালে?
> আমি শরতের মেঘের  ভেলার মতো চলে যাই, যেখানে তোর আমার দেখা হয়েছিলো কাশ ফুলের  আবডালে।
> আমি তোর প্রতীক্ষায় আছি, থাকবো আজীবন
> আসবি তো?  সেই পাশেই নরম গাছের পাতার  বুকে?
> আমার অন্তর  কাঁদে , এতো ভালোবাসি যারে,
> তাই তো অহর্নিশ কষ্ট  পাই  ধুঁকে ধুঁকে।।