কাতার যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
ইউসুফ পাটোয়ারী লিংকন:বিনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাতার যুবদল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কাতার এর রাজধানী দোহায় নিউজামান রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা রাসেল সরকার ও আজিজুর রহমান পলাশ এর যৌথ উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও কাতার যুবনেতা মামুন মৃধা ।
বিশেষ অতিথি ছিলেন কাতার যুবদল নেতা আব্দুল্লাহহিল মোমিন চৌধুরী, আমানত হোসাইন, রুবেল চৌধুরী, জাহিদ চৌধুরী, রহিম বাদশা।
বক্তব্য রাখেন ইন্জিনিয়ার নাছির মাহমুদ, গাজী কাউছার, নিজাম উদ্দীন বাচ্চু , রাজু ফরায়েজী ,আরিফ মোল্লা, নূরূল আফসার মহাজন , বিএম ইসমাঈল , মীর ঈরফান সাঈদ , মাসুদ রানা, ইমরান রাজু, মালেক সহ কাতার যুবদলের নেতৃবৃন্দ।
যুবনেতা আব্দুল্লাহহিল মোমিন চৌধুরী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর হাত ধরেই
এদেশে উন্নয়নের ধারা সূচিত হয়েছে। তিনিই প্রথম বিদেশে জনশক্তি রপ্তানি করেন। আজ তাঁর ৪৩তম প্রয়াণ দিবসে তাঁর আত্মার
মাগফেরাত কামনা করছি। উপজেলা নির্বাচনে টাকা দিয়েও আওয়ামী লীগ ভোটকেন্দ্রে মানুষ নিয়ে যেতে পারছে না দাবি করে তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে ৭ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি। মানুষের ভোট চুরি করে ৪২ শতাংশ ভোট কাস্ট দেখানো হয়েছে। আজ উপজেলা নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায়। টাকা দিয়েও সেখানে মানুষ নিয়ে যেতে পারছে না। ভোটকেন্দ্রগুলোও শূন্য।
দেশে আরেকটা ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ হতে যাচ্ছে দাবি করে চৌধুরী বলেন, করুণ অবস্থায় আজ দেশের অর্থনীতি। কোনো যুবক আজ দেশে থাকতে চায় না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও বড় দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। হয়তো অনেকে বুঝতে পারছে না।
কারণ ভুখার মিছিল বের হচ্ছে না। রিজার্ভ আছে এখন মাত্র সাড়ে ১০ বিলিয়ন ডলার। অথচ আমাদের প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার। ব্যাংকিং খাতের কি অবস্থা সেটা তো দেশের মানুষ দেখছেই। দুই দিন পর ব্যাংকের লকারেও কোনো টাকা থাকবে না। যদি দেশের এ অবস্থা চলে তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষকেও হার মানাবে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবু হানিফ বাবু ।