রহমতউল্লাহ আশিক নওগাঁ রাজশাহী: নওগাঁর বদলগাছী উপজেলার সদরে আম গাছের ডালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ইসাহাক আলী দেওয়ান (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ।
শনিবার(১ই জুন) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত ইসাহাক আলী দেওয়ান উপজেলার পিন্ডিরা গ্রামের মৃত গফুর দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ইসাহাক আলী শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোরে তার ছেলের বউ ইসাহাক আলীকে আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএম (সেবা) জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে জানা যাবে আসল ঘটনা।