ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ‘কঠোর বার্তা’ নিয়ে মাঠে ভালুকা মডেল থানা পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 4, 2024 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

ময়মনসিংহ:বুধবার ৫জুন সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ‘কঠোর বার্তা’ নিয়ে মাঠে নেমেছে ভালুকা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনে নাশকতা ও সহিংসতা হতে পারে-এমন আগাম গোয়েন্দা তথ্য না থাকলেও নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হিসাবে উপহার দিতে তৎপর রয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে উপজেলার পৌরসদরসহ ইউনিয়ন পর্যায়ে মাঠে নেমেছে ভালুকা মডেল থানা পুলিশের কয়েকটি টিম। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নির্বাচনের দিন নাশকতা সৃষ্টির পরিকল্পনা না থাকলেও সব ঝুঁকি মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান-ভালুকা উপজেলার ১০৮ টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে পুলিশ ও র‌্যাবের অসংখ্য টিম। এছাড়া ভোটের দিন যে কোনো ধরনের অগ্নিকাণ্ড,সহিংসতা নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

ওসি শাহ কামাল আকন্দ বলেন,নির্বাচনকে ঘিরে ভালুকা মডেল থানা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ কোন ধরনের নাশকতা করতে পারবে না। র্যাব,পুকিশ,বিজিবি আমরা সবাই মিলে ৫জুন ভালুকায় একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। তিনি জানান, মঙ্গলবার থেকেই প্রতিটি কেন্দ্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে গুজব প্রতিরোধসহ সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওসি বলেন, সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট একসঙ্গে কাজ করছি। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসাররাও একযোগে এক প্ল্যাটফরমে কাজ করছেন। ৫জুন নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে ফলাফল ভালো হবে না। যারা এসব করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।

ওসি আরও জানান- নির্বাচন যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য ভালুকা মডেল থানা পুলিশের প্রতিটি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। পাশাপাশি নির্বাচনের জন্য মাঠে বিজিবি গোয়েন্দা সংস্থা কাজ করবে।তিনি উক্ত নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হিসাবে উপহার দিতে ভালুকাবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।