ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি, আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 5, 2024 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বুধবার (৫ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সুজা উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে কমপ্লেক্সের পুকুর পাড়ে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।