রাঙ্গুনিয়ায় অরক্ষিত রাখা বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অরক্ষিত বিদ্যুৎপৃষ্ঠ মো. মোজাম্মেল(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সাহেদ আলী বাড়িতে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষক একই এলাকার মো. আবদুস সালামের পুত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।
স্থানীয় কৃষকেরা জানান, সাহেদ আলী বাড়ির এলাকায় একটি কালভার্টের কাজ চলমান ছিল৷ সেখানে ১ মাস যাবত প্রায় ৮০০মিটার দূরে থাকা একটি খামার বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। কিন্তু এই বিদ্যুতের তার কৃষি জমিতে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল। এছাড়াও তারগুলো ছিল সব জোড়া দেওয়া। কৃষক মোজাম্মেল সকালে কৃষি জমির কাজ করতে এসে জমির পানিতে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। কালভার্টের দেখাশোনা স্থানীয় ইউপি সদস্য মো. মামুন করছেন বলে জানান তারা।