ফুলবাড়ীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে অনিক পাওলিয়া (১২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯জুলাই) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনিক পাওলিয়া ওই এলাকার অনন্ত পাওলিয়ার ছেলে। সে উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অনিক পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে ফিরে তার মা বাসন্তী রানীকে বলেন, একই গ্রামে সে তার নানা বাড়ীতে যাবে। এরপর নানা বাড়ী গিয়ে মাটির ঘর থেকে আম আনতে যায়।
পরে আম নিয়ে বাহিরে এসে বলে তাকে কি যেন কামড় দিয়েছে। পরে তার পরিবারের লোকজন মনে করেন পিপড়া কামড় দিয়েছে। এরপর তার হাতে প্রচন্ড কনকনে ব্যথা অনুভব হলে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলেন, তাকে সাপে কামড় দিয়েছে। এখানে চিকিৎসা করতে পারবোনা হাসপাতালে নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৫টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।