ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 31, 2024 - 5:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। যা ৩০জুলাই থেকে শুরু হওয়া আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে।
ভাচ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মৎস সপ্তাহ উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এ উপলক্ষে বুধবার বেলা ২টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলী শেষে উপজেলা সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,

ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান এনামুল হক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা কাওছার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎসচাষী সেকেন্দার আলী। শেষে সফল উদ্বোক্তা হিসেবে তিনজন মৎস চাষীকে পুরস্কিত করাসহ তাদের মাঝে মৎস উপকরণ বিতরণ করা হয়। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদের পুকুরে ৩০কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।