ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৫ অপরাহ্ন

তালতলীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের বরণ,দোয়া অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 1, 2024 - 4:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের বরণ,দোয়া অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১আগাস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান  মিন্টু ,ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুননাহার সাথীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভাশেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপজেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ,সকল ইউপি চেয়ারম্যানগন ,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তালতলী উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।