ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন : মোমিন মেহেদী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 10, 2024 - 4:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনা বাহিনী ওয়াকার-উজ-জামানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, অর্থনীতি আরো সংকটে পরবে, যা আমাদের কারোই কাম্য নয়। সহিংসতা বন্ধের দাবিতে   দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করেবিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই পাশাপাশি সারাদেশে সকল ডাকাতি-চুরি-বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।