ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে পাঁচ পৌরসভায় নৌকা ও ধানের শীষ পেলেন যারা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 11:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 149 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ দ্বিতীয় ধাপে যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে সিরাজগঞ্জের ৫টি পৌরসভার প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৮ ডিসেম্বর-২০২০) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের এক অনুষ্ঠানে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা- সিরাজগঞ্জ পৌরসভায়
সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া
পৌরসভায় এস,এম, নজরুল ইসলাম, বেলকুচি পৌরসভায় বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভায় মোঃ আব্দুল্লাহ আল পাঠান ও কাজিপুর পৌরসভায় মোঃ আব্দুল হান্নান তালুকদার।

আগামী ২০২১ সালের জানুয়ারি ১৬ তারিখে সিরাজগঞ্জের ৫টি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা মুখোমুখি হয়ে ভোট যুদ্ধে লড়াই করবে ধানেরশীর্ষ প্রতিক নিয়ে বিএনপির প্রার্থিরা।

সিরাজগঞ্জে পাচ পৌরসভা নির্বাচনে ধানের শীষ পেলেন, সিরাজগঞ্জ পৌরসভায় মোঃ সাইদুর রহমান বাচ্চু, উল্লাপাড়াপৌর সভায় মোঃ আজাদ হোসেন, বেলকুচি পৌরসভায় মোঃ আলতাব হোসেন, রায়গঞ্জ পৌরসভায মোঃ জাহিদুল ইসলাম, কাজীপুর পৌরসভায় মোঃ আল আমিন।