কলাপাড়া ইউপিতে জেলেদের চাল চুরির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার:২০২৩-২০২৪ অর্থ বছরে কলাপাড়া উপজেলায় বাংলাদেশ সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন( ২০ মে থেকে ২৩ জুলাই)২০২৪ ইং মৎস আহরনে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিশেষ ভি,জি,এফ চাল এর ১ম কিস্তি ২০ মে থেকে ২৩ জুলাই প্রতিটি পরিবারের জন্য মাসিক ৪০ কেজী হারে ৪২ দিনের জন্য ৫৬ কেজী চম্পাপুর ইউনিয়নে ৯৪৭ জন জেলেদের মাঝে ৫৩ টন ৩২ কেজী চাল
বরাদ্দ করে সরকার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে মৎস ভি,জি,এফ জেলেদের বরাদ্দকৃত ৯৪৭ জন প্রতি প্রত্যকে ৫৬ কেজী চাল পাবে মোট পরিমান ৫৩ ,টন ৩২ কেজী। নির্ধারিত তারিখে অর্থাৎ বিতরণের দিন পাচঁ টন চাল আগে থেকেই সরিয়ে রাখা হয়। বিধায় বরাদ্দ কৃত চালের চালানের সাথে মিল পাওয়া
যায় না পরিষদেের গুদাম ঘড়ে। এমনটাই গুঞ্জন উঠে আসে ইউপি চেয়ারম্যান মো বাবুল মাষ্টার এর বিরুদ্ধে।
গত ২০ জুলাই শুক্রবার সকাল ১০ টার
সময় চম্পাপুর ইউনিয়নের,,,,, স্কুল সংলগ্ন চেয়ারম্যান মো,বাবুল মাষ্টারের বাড়ীর সংলগ্ন অস্থায়ী কার্যালয় ইউনিয়ন পরিষদে জেলেদের সম্মুখে এ ঘটনাটি ঘটে।
সরেজমিন অনুসন্ধানে গেলে জানা যায়, গত ২০ জুলাই চম্পাপুর ইউনিয়নে মৎস
ভি,জি,এফ জেলেদের ৯৪৭ জন জেলে চাল নিতে চেয়ারম্যানের নির্দেশে সকাল ১০ টায় পরিষদে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।