ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 14, 2024 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদি যুবদল। বুধবার বিকালে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যা ও আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহববায়ক শিবলি সাদিক, পৌর যুবদলের আহববায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডলসহ জাতীয়তাবাদি যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মিগণ।
বিক্ষোভ মিছিলটি দলিয় কার্যলয় বাসস্টান্ড মোড় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনোরায় বাসস্টান্ডে এসে শেষ হয়।

এ সময় বিএনপির নেতৃবৃন্দরা আওয়ামীলীগ ও দেশান্তরিত হওয়া আওয়ামীলীগের নেত্রী বিদেশী শক্তি ব্যাবহার করে যে দেশ বিবোধী ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করতে যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহববান জানান।