রাজাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এসপির মতবিনিময়
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা মতবিনিময় সভা করেছেন।
পুলিশ সুপারের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা, বরিশাল, ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। এরপর শিক্ষার্থীরা রাজধানীতে আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার শাহজাদপুরের বাঁশতলায় নিহত মো. মনির হোসেন এর নিজ বাড়ি সমবায় বড় কৈবর্তখালী এলাকায় পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।