ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৬ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 22, 2024 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার
চট্টগ্রাম:আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ ও ডিস্ট্রিক্ট গভর্ণর টিম সংবর্ধনা অনুষ্ঠান বুধবার, ২১ আগস্ট, নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে ১ম ভিডিজি লায়ন মোছলহ্ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ২য় ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, পিডিজি এস. এম সামছুদ্দিন এমজেএফ, পিডিজি শেখ সামছুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এমজেএফ।
ক্লাব মেম্বারশিপ চেয়াপারসন লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ এর সঞ্চালনায় ১ম পর্বে সভাপতিত্ব করেন ২০২৩-২৪ সেবাবর্ষের সভাপতি আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবাবর্ষের সভাপতি লায়ন মেজবাহ্ উদ্দিন। এছাড়া আলোচনায় অংশ নেন এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন হুমায়ুন কবির, লিও এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, ক্লাব উপদেষ্টা লায়ন একেএম শওকত হাসান খান, ক্লাব ডিরেক্টর যথাক্রমে লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন রোকেয়া হক,
লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, মো. জিল্লুর রহমান এমজেএফ, ভিপি. লায়ন শিবুল সেন, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন জয়দেব দাশ, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ট্রেজারার লায়ন শহিদুল ইসলাম শহীদ। লায়ন উম্মে হাবিবা, লায়ন রাজীব বড়ুয়াসহ লায়ন ও লিও প্রমূখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কর্ণফুলী এলিটকে ধন্যবাদ জানিয়ে বলেন যত্নের ছায়ায় মায়া ছড়িয়ে ৩১৫-বি৪ এর সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফুটপ্রিন্ট রাখতে সকল লায়নবৃন্দের প্রতি আহ্বান জানান।