ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাট পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন এডিসি বিরোদা রানী রায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 22, 2024 - 3:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাট পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায়। দায়িত্ব প্রাপ্ত প্রশাসককে  ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। (২২ আগষ্ট)  বৃহস্পতিবার বেলা ১২টায় পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় কালে তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার পরামর্শ দেন।
সাবেক পৌর মেয়র আমিনুর রহমান এর পরিবর্তে এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন। সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আসমা খাতুনসহ কাউন্সিলর, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণ।