ফুলবাড়ীতে বিপুল পরিমান অবৈধ জাল নোট ও মেশিন উদ্ধার, গ্রেফতার দুই
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৩৭৫টি অবৈধ জাল নোট ও কোটি টাকা মুল্যের একটি টাকা তৈরির মেশিন উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২আগষ্ট) সন্ধায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাদের আটক করে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল। অপরদিকে একই ঘটনায় ওইদিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি উদ্ধার করে। যার আনুমানিক মুল্য এক কোটি টাকা। ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায় এর ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তারা দীর্ঘ দিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে অসাধু কার্যকলাপ করে আসছিল।
থানা পুলিশ সুত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালিয়ে নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫হাজার টাকা) জাল নোট উদ্ধার করে থানায় সোপর্দ করে। শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫এ(বি) ধারায় ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে এঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতভর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়ী থেকে জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল নোট চোরাকারবারীদ্বয় দীর্ঘ দিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে অসাধু কার্যকলাপ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জাল টাকাসহ তাদের থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।