কাপ্তাইয়ের বড়ইছড়িতে অফিসার্স ক্লাবের গোলঘর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহন
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি অফিসার্স ক্লাব ও কর্ণফুলী নদীর ঘাট সংলগ্ন এলাকায় ভারীবর্ষনে ক্ষতিগ্রস্থ গোলঘরের অংশ মেরামতে ব্যবস্থা গ্রহন করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ আগষ্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, টানাবর্ষণে ক্ষতিগ্রস্থ এলাকাটির সংবাদ নজরে আসার পর তিনি বিষয়টি নিয়ে উর্ধতন কতৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়া আগামীকাল শনিবার সকাল থেকেই ক্ষতিগ্রস্থ স্থানে জিও ব্যাগ ফেলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দ্রুত কাজ শুরু করা হবে। এতে করে ক্ষতিগ্রস্থ স্থান দ্রুতই মেরামত সম্পন্ন হবে বলে তিনি জানান।
এর আগে কয়েকদিনের ভারী বর্ষণে গত বৃহস্পতিবার কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার উপজেলা সদরের অফিসার্স ক্লাব সংলগ্ন গোল ঘর ও কর্ণফুলী নদীর ঘাটে মাটি ধসে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল। এতে করে ব্যাপক ভাঙন ঝুঁকিতে ছিল স্থানটি।