কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এর সহযোগিতায় আজ সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ২৩শো ছাত্রী আছে পাঁচজন ডাক্তার পর্যায়ক্রমে এই ছাত্রীদেরকে চিকিৎসা সেবা দিবেন। ইবনে সিনা কেরানীগঞ্জ এর উদ্যোগে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ বুরহানুদ্দিন রববাণী জোনাল ইনচার্জ ইবনে সিনা কেরানীগঞ্জ।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আব্দুল হাই ,মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার গোবিন্দ চন্দ্র সাহা ,গাইনি বিশিসজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আমেনা বেগম লাকি , শিশু বিভাগ কনসালটেন্ট রফিকুজ্জামান ও খাদ্য ও পুষ্টি বিদ নাগমা জাহান। এই মেডিকেল টিমটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত একটানা রোগীদের সেবা দিবেন ।
উপস্থিত ছাত্রীরা ফ্রিতে ডাক্তার দেখাতে পেরে অনেক আনন্দিত এবং সমস্যা থেকে সমাধান পাবে বলে তারা অসস্থ হন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোকেয়া জানান তার টনসিলে সমস্যা ডাক্তার দেখাতে পেরে সে আনন্দিত ডাক্তার বলেছেন ফিরিজের কোন খাবার খাওয়া যাবে না রোকেয়া ডাক্তারের এই সর্ত মেনে নিয়েছেন যে রোগ ভালা না হওয়া পর্যন্ত তিনি ফিরিজের কোন খাবার খাবে না ।