ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিতাইগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার আসামীকে ফাঁসির আদেশ আদালতের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 22, 2024 - 6:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)। সে শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডাল পট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং মেয়ে ঋতু চক্রবর্তী (২২)কে হত্যা করে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলি আব্দুর রহিম বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে মামলার একমাত্র আসামীকে ফাসির আদেশ দিয়েছে আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামী দস্যুতা করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটায়।’

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’