ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে রাস্তা বন্ধ করে চার পরিবারের চলাচলে বাধা, ভোগান্তি চরমে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 24, 2024 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার কালেকশ্বর গ্রামে একটি পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে মসজিদের প্রাচীর নির্মাণ করায় আব্দুল কুদ্দুস সহ চারটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এর ফলে পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যান বের করা সম্ভব হচ্ছে না।

পাশাপাশি রোগী এবং স্কুলগামী সন্তানদের নিয়েও বিপাকে পড়েছেন তারা। এই ঘটনা নিয়ে ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার আমলাহার কালেকশ্বর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস ১৯৬২ সাল থেকে কালেকশ্বর গ্রামে বসবাস করে আসছেন। তাদের চলাচলের একমাত্র রাস্তা জামে মসজিদের পূর্ব পাশ দিয়ে ছিল।

পারিবারিক দ্বন্দ্বের জেরে ৪ জুলাই আব্দুল কুদ্দুসের নাতি শাহ পরাণের মৃত্যুর পর তাকে মসজিদের সভাপতির নিজস্ব জমিতে দাফন করা হয়। এর কিছুদিন পর মসজিদের পূর্ব পাশের রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, মসজিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বিএনপির প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন।

ভ্যানচালক রুকুমউদ্দীন বলেন, “আমি প্রতিদিন শহরে গিয়ে ভ্যান চালিয়ে উপার্জন করি। কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভ্যান নিয়ে বের হতে পারছি না। তারা খুব প্রভাবশালী হওয়ায় কিছু বলতেও পারছি না” অন্য ভুক্তভোগী মোঃ লাল মিয়া বলেন, “আমার পরিবারে ৯ জন সদস্য, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমার সন্তানরা স্কুলে যেতে পারছে না। আমাদের চলাচল করতে খুব কষ্ট হচ্ছে।”

অন্যদিকে অভিযুক্ত মসজিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, “আমরা মসজিদের নিজস্ব জমিতে প্রাচীর নির্মাণ করছি। আব্দুল কুদ্দুসের পরিবারকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তবে আমরা তাদের রাস্তা বন্ধ করিনি।”

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পঞ্চগড়ের কালেকশ্বর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে চারটি পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় তারা সমাধানের আশায় দিন কাটাচ্ছে।