ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নৌকাডুবির স্মৃতির মাঝে মহালয়া উৎসবের প্রস্তুতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 26, 2024 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃমহালয়া উপলক্ষ্যে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ২০২২ সালের নৌকাডুবির মর্মান্তিক ঘটনার শোক এখনো কাটেনি বলে জানিয়েছে নিহতদের পরিবার। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের কমিটি। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৪টি ভিন্ন সংস্থার প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী কাজ করবে।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষ্যে করোতোয়া নদীতে নৌকাডুবিতে ৭২ জন সনাতন ধর্মাবলম্বী প্রাণ হারায়। অতিরিক্ত যাত্রীর চাপ, নদীর প্রবল স্রোত, এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছে। পরিবারগুলো এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। এ ঘটনার পরও আউলিয়া ঘাটে পূর্ণ্যার্থীদের আসা থেমে নেই।

এ বছর ২ অক্টোবর মহালয়া উপলক্ষ্যে বদেশ্বরী মন্দিরে পূজা উপলক্ষে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং নৌকাডুবিতে নিহতদের পরিবারের সদস্যরা।এবারের উৎসব নিরাপত্তার চাদরে আবৃত থেকে হাজারো পূর্ণ্যার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশাবাদী।