ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 28, 2024 - 2:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পঞ্চগড় জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে নাগরিকদের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারি শাখা) ফরহাদ আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, এবং মোকাদ্দেসুর রহমান সান।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইতিবাচক তথ্য প্রদানেও অনেকেই ভয় পান, আবার কেউ কেউ তথ্য চাইতেও নেতিবাচক আচরণ করেন। এসব সমন্বয় করতে হবে। ইতিবাচক তথ্য সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার সম্পর্কে সচেতনতার ওপর জোর দেন এবং ইতিবাচক তথ্য প্রদানের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।