ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাইমুড়ী পৌরসভার জামায়াতের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 29, 2024 - 6:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃনোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী  পৌরসভা শাখার উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের সাথে  মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ২৯( সেপ্টেম্বর) বিকালে স্থানীয় তাজমহল চাইনিজ রেস্টুরেন্টের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।  অনুষ্ঠানে সোনাইমুড়ি পৌরসভা জামায়াতের আমীর আব্দুল মতিনের সভাপতিত্বে

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও ৩ নং চাষিরহাট ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মোল্লা, উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বাকের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল, আনিসুর রহমান, আল আমিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত ১৬ বছর বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের জুলুম ও চাঁদাবাজির শিকার হয়েছেন। ব্যাবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, ভবিষ্যতে কেউ যেনো কোন ধরনের চাঁদাবাজি করতে না পারে সে দিকে লক্ষ রাখুন। নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।