বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’- এর সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ আন্তর্জাতিক শিশু সংগঠন কচি কন্ঠের আসর ‘বিশ্ব শিশু দিবস ২০২৪’ এবং ‘বিশ্ব শিশু সপ্তাহ’ উপলক্ষ্যে অক্টোবর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলা এই সংগঠন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এই বছর কচি কন্ঠের আসর তার ৪৮ বছরের কার্যক্রম উদযাপন করছে, যা শিশুদের উন্নয়নে একটি মাইলফলক।
১৯৯০ সালে জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত World Summit for Children- এ বাংলাদেশ থেকে একমাত্র শিশু সংগঠন কচি কন্ঠের আসর অংশগ্রহণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক হেমায়েত হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে বিশ্ব শিশুদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ব শিশু দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে কচি কন্ঠের আসর সপ্তাহব্যাপী আনন্দ র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
প্রথম দিন আগামি ১ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১০টায় মুকসুদপুরের সূরুপি সালিনা বকসা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ হাজারেরও বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশন করা হবে। এই উদ্যোগটি স্পন্সর করছে ‘কচি কন্ঠের আসর USA’ এবং ‘চিলড্রেনস ভয়েস’।খবর বাপসনিউজ।
এছাড়াও, ৩ অক্টোবর সকাল ১০ টায় ইউনিসেফ, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে র্যালি ও রোড মার্চ সহকারে শিশু প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করবে। ৪ অক্টোবর সকাল ১০ টায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিশুদের পক্ষ থেকে একটি বিশেষ স্মারকলিপি পেশ করা হবে এবং সেখানে ক্ষুদে বক্তারা বক্তব্য রাখবে।
সেই ধারাবাহিকতায়, সংগঠনটি আগামী ৫ অক্টোবর সকাল ১০ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। জনাব হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (অনুমতির অপেক্ষায়)। ভিন্নধর্মী এই সংবাদ সম্মেলনে ক্ষুদে সাংবাদিকরা নতুন আগামীর বাংলাদেশ গড়ার উপর বিভিন্ন প্রশ্ন করবে।
আগামী ২০ নভেম্বর, ২০২৪ বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের লেখালেখি ও সৃষ্টিকর্ম নিয়ে ১২০-পৃষ্ঠার মাল্টিকালার নজরকাড়া একটি প্রকাশনা (৫০ হাজার কপি) প্রকাশ করবার উদ্যোগ নিয়েছে কচি কন্ঠের আসর। যেখানে বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিশিষ্ট শিশু সাহিত্যিক সহ শিশু আন্দলনের সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ তাদের বাণী ও লেখা থাকবে।
বাংলাদেশের শিশু-কিশোরদের নিয়ে এই সপ্তাহব্যাপি আয়োজন সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য আপনাদের স্বনামধন্য গণমাধ্যমের একজন সাংবাদিক/ রিপোর্টার/ ক্যামেরাম্যান/ ফটো সাংবাদিককে কভার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
Week-long Special Program by International Children’s Organization ‘Kochi Konther Asor’ on the Occasion of ‘World Children’s Day’
Hakikul Islam Khokan,Bapsnews:On the occasion of ‘World Children’s Day 2024’ and ‘World Children’s Week,’ the international children’s organization Kochi Konther Asor is set to conduct a variety of programs throughout October. This organization, which has made significant contributions to the development of children’s education, health, culture, and environment, is active in several countries, including Bangladesh. This year, Kochi Konther Asor is celebrating its 48th year of operations, marking a significant milestone in the advancement of children.
In 1990, at the World Summit for Children held at the United Nations Headquarters, Kochi Konther Asor was the only children’s organization from Bangladesh to participate. Under the leadership of the organization’s founder and distinguished children’s organizer, Hemayet Hossain, the delegation made a significant contribution on behalf of children worldwide.
To celebrate World Children’s Day and World Children’s Week, Kochi Konther Asor has planned a week-long series of activities, including a joyful rally, art competition, cultural programs, press conference, and the distribution of nutritious food among children.
The first day’s event will take place on Tuesday, 1 October, at 10:00 AM, at the Surupi Salina Baksha High School field in Muksudpur, where over 5,000 school students will be served high-quality meals. This initiative is sponsored by ‘Kochi Konther Asor USA’ and ‘Children’s Voice.’Additionally, on 3 October at 10:00 AM, a child delegation will present a memorandum outlining their demands during a rally and road march at UNICEF, the United Nations, and the U.S. Embassy. On 4 October at 10:00 AM, another special memorandum will be presented on behalf of the children at the office of the Honorable Chief Advisor, where young speakers will deliver speeches.
Following this, the organization will host a press conference with children and adolescents on 5 October at 10:00 AM at the Bishwo Sahitya Kendra (World Literature Center). Presided over by Hemayet Hossain, the event’s chief guest is expected to be the founder of the Bishwo Sahitya Kendra, Professor Abdullah Abu Sayeed (pending confirmation). During this unique press conference, young journalists will ask questions about building the future of Bangladesh.
On 20 November 2024, to mark World Children’s Day, Kochi Konther Asor plans to publish a 120-page multicolor edition featuring creative works by children. The publication (50,000 copies) will include messages and writings from prominent children’s authors and individuals involved in the children’s movement from both Bangladesh and abroad.
We cordially invite your esteemed media organization to assign a journalist/reporter/cameraman/photojournalist to cover this week-long celebration of Bangladesh’s children and adolescents.