ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 3, 2024 - 10:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি শ্রী বিমল কর্মকার, বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী মহন প্রসাদসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। চলতি বছরে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার কার্যক্রম অনুষ্ঠিত হবে।