খানসামায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ লায়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ৫১তম উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরিফুল কায়সার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী, শারীরিক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীগণসহ অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।
বিভিন্ন ক্যাটাগরিতে ৭৫ জন বিজয়ী পুরস্কার গ্রহণ করেন। বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।