ফুলবাড়ীতে বিএনপির পূঁজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মিও উৎসব শারদিয় দুর্গাপূঁজা মন্ডব পরিদর্শন করে পূঁজা উদযাপনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
পরিদর্শন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষে পূঁজামন্ডব গুলোতে অনুদান প্রদান করেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম,সহ-সভাপতি সাবেক ভিপি নজমুল হক নাজিম, আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আবুল বাশার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুবলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সন্ধা সাড়ে ৭টায় ফুলবাড়ী কেন্দ্রিয় কালি মন্দির পূঁজা মন্ডবে পরিদর্শনে এসে পূঁজা উদযাপন কমিটি ও মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, কেন্দ্রিয় কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ নারায়ন, সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা জয়রাম প্রসাদ, তার সঙ্গে পরিদর্শনে আসা ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি ও পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি ধর্ম যার যার রাষ্ট্র সবার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদ এর মৌলিক অধিকার হচ্ছে বাংলাদেশের ভূ-খন্ডে বসবাসকারী সকল ধর্মের বর্নের মানুষ রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবেন, তিনি বলেন, বিএনপি অতিতে যে ভাবে সকল ধর্মের বর্নের মানুষের পাশে ছিলেন, আগামীতেও একই ভাবে সকল ধর্মের বর্নের মানুষের সাথে থাকবেন। সেই কর্মসূচির অংশ হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষে পূঁজা মন্ডব পরিদর্শন ও পূঁজা উদযাপনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এর পূর্বে তিনি উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডব পরির্শন করে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান করেন।