ঘুমের ওষুধ না পেয়ে চিকিৎসকের গালে থাপ্পড়, প্রতিবাদে মানববন্ধন
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় শাখার উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
গত বুধবার রাজনগর গ্রামের বাসিন্দা জাকির হোসেন রাজু ঘুমের ওষুধ না দেয়ার অভিযোগ তুলে ডা. নাঈমের উপর হামলা চালান। চিকিৎসক নাঈম এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা করেন।
মানববন্ধনে জেলার চিকিৎসক, নার্স, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় চিকিৎসাসেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
চিকিৎসকরা জনগণের সেবা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করেন। এ ধরনের হামলার ঘটনা শুধু চিকিৎসকদের নিরাপত্তার জন্য হুমকি নয়, সামগ্রিক স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন তোলে। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত না হলে, সেবা প্রদানে ব্যাঘাত ঘটবে এবং চিকিৎসা পেশায় আস্থার সংকট তৈরি হবে।