পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থার ঋণের চেক বিতরণ
মিজানুর রহমান, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি – নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ২১ জন বেকার, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৯ লক্ষ ১৫ হাজার টাকার ঋণের চেক বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন ২১ জন মহিলাকে ৯ লক্ষ ১৫ হাজার টাকার ঋণের চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জনপাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ঋণ গ্রহিতারা প্রমুখ।