ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছয়গাঁও মোহদম্মদীয়া ইসহাকীয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা য় ইসলাহি মাফিল অনুষ্ঠিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের খান বাড়ি জামে মসজিদে মাদ্রাসা কমিটি ও যুবসমাজের উদ্যোগে মাসিক ইসলাহি মাফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর থেকে খান বাড়ি জামে-মসজিদে ছয়গাঁও মোহাম্মদীয়া ইসহাকীয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসা মহুতামিম হাফেজ মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন,শরীয়তপুর মডেল টাউন বায়তুল আবেদীন জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, এসময় উপস্থিত ছিলেন, শিল্পপতি মোঃ মাহবুব খান,সাবেক জামায়ত নেতা আব্দুল হক খান,মোতালেব হাওলাদার, সাংবাদিক মাহবুবুর রহমান, সুজন সিকদার, বিএনপির নেতা রুহুল আমিন খান, মাওলানা তারেক জামিন, হাফেজ ইয়াসিন আরাফাত,হাফেজ ইমরান হোসেন, মাওলানা এনামুল হক শাফি প্রমৃক। ইসলামের আলোর আলোকিত হলে ইহকাল ও পরকালে শান্তির সু-বাতাস বইবে । উল্লেখ মাদ্রাসা কমিটির ও যুবসমাজের উদ্যোগে প্রতি মাসের ২য় শুক্রবার ইসহালে মাফিল অনুষ্ঠিত হয়।