ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 9, 2024 - 11:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে দেশের প্রথমবারের মতো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং বিধিমালা ২০২৪ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এই কর্মশালাটি আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভূমি অপরাধ প্রতিরোধে সম্মক জ্ঞান অর্জনের জন্য এই কর্মশালা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড পলিসি স্পেশালিস্ট ও পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী অফিসারসহ ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে দেশের প্রথম এ ধরনের কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।