হবিগঞ্জে বিএনপির অবস্থান
হবিগঞ্জ প্রতিনিধি : আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে রোববার হবিগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অংঙ্গ সংগঠনগুলো। পৌর বিএনপির নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। দুপুরে বিক্ষোভ মিছিলও করা হয়। এ সময় পৃথক পথসভায় বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মজিবুর রহমান মজিব, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, আব্দুল আওয়াল মজনু, মাহবুবুর রহমান মান্না, মহিবুর রহমান টিপু, রুহুল আমিন, জেলা যুবদল যুগ্ম আহŸায়ক রুবেল চৌধুরী, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিললুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণ আন্দোলনে দেশ পালিয়েছে। তাদের দুসররা সবাই আত্মগোপন করেছে। এখন অনলাইনে উস্কানী দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। পাশের দেশে বসে স্বৈরাচার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে। পতিত স্বৈরাচারের দুসরদের জায়গা এদেশে হবেনা।