ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে বাজুসের মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 10, 2024 - 8:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার কাজির দিঘির পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেয়। এসয়ম স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার দাবি জানান৷ মানববন্ধনে নিহতের ছেলে প্রিতম দেবনাথ ও তার স্বজনেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা জামায়াতের সেক্রেটারী নুর নবী ফারুক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার প্রমুখ।

মানববন্ধনকারীরা জানান, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজী দিঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে চুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দুই দিন পার হলেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারেও সক্ষম হয়নি। ফলে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভূগছে।

দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা৷

মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় বাজুস নেতৃবৃন্দ।