ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কমিটি সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 10, 2024 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১০ নভেম্বর ) সকালে বরগুনা পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার অনুষ্ঠিত কমিটি সম্মেলনে মোঃ জহিরুল ইসলাম ইসলামকে সভাপতি এবং মোঃ পারভেজ দুলালকে সাধারন সম্পাদক করে ২৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয় ।

উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল ,আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম মিঞা।

বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কমিটি সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব শেখ ফজলুল হক বাবু। মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সভাপতি জানাব এস.এম. নওরোজ হীরা এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক জনাব প্রিন্স আল আমিন, এছাড়াও বরিশাল বিভাগের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।