ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১১ অপরাহ্ন

পঞ্চগড়ে ফেনসিডিল সহ তরুণ আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 10, 2024 - 2:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃদিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে মাদক বহনের অভিযোগে আবু সিয়াম (১৮) নামে এক তরুণকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি ঘটনাস্থলে উপস্থিত হন। ফেনসিডিলের পরিমাণ বেশি থাকায় এবং এটি মোবাইল কোর্টের আওতায় না পড়ায় নিয়মিত মামলা রুজু করার জন্য আবু সিয়ামকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, পার্বতীপুর থেকে আসার সময় অন্তর নামে এক ব্যক্তি আবু সিয়ামকে ২ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিল ভর্তি ব্যাগ দিয়ে বলেন এটি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে তুলে দিতে। তবে স্টেশনে সন্দেহভাজন ঘোরাঘুরির কারণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাকে আটক করেন এবং ব্যাগের ভেতরে থাকা ফেনসিডিলগুলো জব্দ করেন।

আটক আবু সিয়ামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার সনগাঁও গ্রামে। তিনি জিন্নাত আলীর ছেলে।মাদক নিয়ন্ত্রণের প্রতি রেলওয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সিয়ামকে ধরা সহজ হয়েছে।