সাবেক ২ মন্ত্রী সহ ১৯ জনের নামে লাশ গুম ও হত্যা মামলা
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আল আমিনের নিখোঁজ ও হত্যার অভিযোগে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মো. মনু। শনিবার (৯ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর থানায় দায়ের করা এ মামলায় আরও দুই সাবেক সংসদ সদস্যসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় আল আমিন সাদমান সাকিব প্লাবনের বাড়ির সামনে দিয়ে বাড়ি ফেরার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে ঘটনাস্থল থেকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আল আমিনের বাবা মনু দাবি করেছেন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ধারণা করা হচ্ছে, আল আমিনকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছে।
মামলার প্রধান আসামিরা হলেন- পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, এবং পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমুখ।
মামলার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাসুদ পারভেজ বলেন, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসী এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে, যেন প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।