ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে গন প্রকৌশল দিবস উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 11, 2024 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পঞ্চগড় শাখা গণ প্রকৌশল দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. সাবেত আলী কলেজ রোডে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। “বৈষম্যহীন কর্মক্ষেত্র—সময়ের দাবি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবির সভাপতি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় জোনের নির্বাহী প্রকৌশলী আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “পৃথিবীর উন্নত দেশগুলোতে জনশক্তিকে দক্ষতার মাধ্যমে রূপান্তর করা হয়েছে। জাপান দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, সম্পদ না থাকা সত্ত্বেও তারা সৎ ও দক্ষতার মাধ্যমে বিশ্বব্যাপী বাজার দখল করেছে। আমাদের দেশের যুব সমাজ শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করলে তারা নিজেরাই উদ্যোক্তা হতে পারে।” তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের এই পেশায় শিক্ষার জন্য ধন্যবাদ জানান।

এ সময় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ননী গোপাল, পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান ডালি, এবং সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন।

উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্র গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।