আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : শান্তি,সম্প্রীতি,সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (সোমবার) দুপুরে মাটিরাঙ্গা বাজারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্ৰ চাকমা,সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন, সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।