ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

১১ বছর পর প্রবাসী মুসা হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 11, 2024 - 2:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ১১ বছর পর খাগড়াছড়ির মানিকছড়ির প্রবাসী মুসা হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল।
এ ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তারকৃতরা হলেন- পরকীয়া প্রেমিকা নাসিমা, নাসিমার বাবা শরিয়ত উল্লাহ, দেলোয়ার হোসেন দেলু এবং মনির হোসেন। তাদের মধ্যে নাসিমা এবং শরিয়তউল্লাহ আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার জানান, জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা ভুক্তভোগী শাকিল মুসা তার স্ত্রীর ভাবি নাসিমার সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে। প্রথমে বাড়ির পেছনে মাটিচাপা দেয়। পরবর্তীতে দুই দিন পর মরদেহ তুলে যৌগ্যাছলা ইউনিয়নের গহিন জঙ্গলে ফেলে দেয়। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যমতে আলামত সংগ্রহ করেছে। অধিকতর তদন্তের জন্য মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে মুসা নিখোঁজ হন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে ১১ বছর পর হত্যাকাণ্ডের ঘটনার প্রকাশ পায়। পরে হত্যাকাণ্ডের শিকার মুসার মা রেহেনা বেগম বাদী হয়ে গত ৩০ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর আদালত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।