ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে আবারো প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র ১ কর্মী নিহত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 11, 2024 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে দুই পাহাড়ি সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক মিটন চাকমা চাকমা নিহত হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রবিবার (১০ নভেম্বর) ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর দিনে সন্তু গ্রুপের এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। এ হামলার মাধ্যমে তারা নিজেদেরকে আবার খুনি বাহিনী হিসেবে প্রমাণ করলো। অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
জানা গেছে, মিটন চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, রবিবার সকাল থেকে পানছড়ির লোগাং এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। কিন্তু কেউ মারা গেছে কিনা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ, গত ৩০ অক্টোবর খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুক যুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়।