ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 14, 2024 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

পি. কে. রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবনন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক এর বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ) উপজেলা অফিসার্স ক্লাবে বিকাল ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক কে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন মাধ্যমিক শিক্ষক পরিবার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সরকারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহী সভাপতিত্বে পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, মো. একরামুল হক, অধ্যক্ষ, মো. মিজানুর রহমান প্রমুখ।

অধ্যক্ষ, মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করে বলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. এ কে এম শরীফুল হক স্যারের কর্মদক্ষতা, বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অকৃতিম ভালবাসা আমাদের শিক্ষা নগরীর শিক্ষা পরিবারের সকলকে মুগ্ধ করেছেন।

স্বপ্ল সময়ে মেডিকেল চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া, বই মেলা, উপজেলা সংলগ্ন মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে লন টেনিস কোটের শুভ উদ্বোধন, বিভিন্ন দিবস সফলভাবে উদযাপন, ক্রীড়া জগৎসহ শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে স্যারের প্রধান অতিথির আসন অলংকৃত করা সবকিছুই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই, দেশের প্রতিটি উপজেলায় এরকম দক্ষ, চৌকুস নির্বাহী অফিসার দায়িত্ব পালন করুক। স্যারের পরিবারের জন্য দোয়া ও শুভ কামনা রইল”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হক কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, চিরিরবন্দর উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের।

বিদায়ী বক্তব্যে তিনি শিক্ষকতার মহৎ পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার, যা সুশিক্ষিত ও সন্ত্রাসমুক্ত জাতি গঠনে ভূমিকা রাখে।” তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের মধ্যে সঠিক নীতি ও মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতের বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম শরীফুল হককে মাধ্যমিক শিক্ষা পরিবার এর পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।