ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 15, 2024 - 10:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহীর তানোরে উপজেলা ও পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দীন মিঠুর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। এসময় বিএনপি নেতা প্রভাষক মফিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলাকৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, তানোর পৌরসভা বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক ফিরোজ কবির, সাধারণ সম্পাদক রেজা, তানোর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাসেদুল হক।

এছাড়াও উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, তালন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, পৌর বিএনপি নেতা হাজী রফিকুল ইসলাম, মাস্টার ওবাইদুর মোল্লা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদল নেতা আবুল কাশেম ও আতিকুর রহমান প্রমুখ।সভা শেষে নবগঠিত উপজেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, সদস্য সচিব মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক বিএম হোসেন, তানোর পৌরসভা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মুর্শেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াহিয়া, সদস্য সচিব সোহেল রানা, মুন্ডুমালা পৌর আহবায়ক সাবেক কাউন্সিলর আবুল বাশার, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আবু সাইদ গলায় মালা পড়িয়ে নেতাকর্মীদের সাথে পরিচিতি করিয়ে দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি ইউপিতে কৃষক সমাবেশ করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় দুই পৌরসভা ও সাত ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Proudly Designed by: Softs Cloud