ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৪০ মামলার আসামী খাগড়াছড়ির জেলা আওয়ামীলীগের সাংগঠনিক দিদারুল আলমসহ গ্রেফতার ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 15, 2024 - 10:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েল অএ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে চৌকশ টিম গঠন করে।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় চৌকশ টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অত্রজেলার থানা সমুহে বিভিন্ন সময়ে রুজু কৃত ৪০(চল্লিশ) মামলার আসামী মোঃ দিদারুল আলমের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানায়।
তৎপ্রেক্ষিতে (১৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ খুলশী থানা এলাকা হতে আসামী ১/ মোঃ দিদারুল আলম খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের (সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান) ২/ বিষ্ণু দত্ত (রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর) ৩/ আব্দুল জলিল (মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য) দের গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে (১৩ নভেম্বর) বুধবার রাতে আসামীদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসে পুলিশ। খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায় আসামী দের আদালতে সোপর্দ করা হয়েছে।