ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 15, 2024 - 4:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি; বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা নিশ্চিন্তাপুর স্টেশন চত্বরে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোহাম্মদ হারুনুর রশীদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, উত্তরজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেকান্দর সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, নুরুল আবছার, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উত্তরজেলা জিয়া পাঠাগারের সভাপতি আজম খান, বিএনপি নেতা গাজী মো. আইয়ুব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, মো. ইরফান, মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. নাসিম মেম্বার, মো. মহিউদ্দিন প্রমুখ।

সঞ্চালনা করেন যুবদল নেতা মো. সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।