নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা দোহায় ও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিনের দখলীয় সম্পত্তিতে ভাড়াটিয়ে সন্ত্রাসী দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে (১৮ই নভেম্বর) সোমবার সকাল ১০টায় উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের নিচ কুলিহার গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী রায়হান হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, বাবু হোসেন (৫৫), জয় (২৮), বিজয় (২২), আব্দুল হাই (৭০), রিমা আক্তার(৪৮), সহ অজ্ঞাত ৩-৪ জন।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে রায়হান হোসেন গংরা ভোগ দখল করে আসছিল, কিন্তু দীর্ঘদিন ধরেই বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ দোসর আব্দুল হাই গংরা ওই সম্পত্তি জোর করে জবর দখল করার চেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গাছ কর্তন করতে যায়। এসময় প্রতিপক্ষ রায়হান গংরা বাধা দিতে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর পরিবারের লোকজন ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এবং রায়হানের বাড়ি থেকে ৪ টি ছাগল, ২টি গরু, ১ ভরি স্বর্ণের চেইন ও ধান লুটপাট করে নিয়ে যায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগীর পাঁচজন কে মেরে যখন করে। আহতরা হলেন, আয়েশা বিবি (৬০)মেরিনা খাতুন (২৮) জরিনা বিবি (৪০) রায়হান হোসেন(২৮) ছবের আলী (৫০)। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর থেকে ওই পরিবারে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী রায়হান হোসেন।
মুক্তিযোদ্ধা দোহায় ও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে যেই অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনছুর রহমান জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#